লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
এরপর কেন্দ্রীয় শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, কমলনগর থানা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোসাইন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম, বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী এবং জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে মসজিদে মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমন্বয়ে বিজয় মেলা।

একটি মন্তব্য পোস্ট করুন