মহান বিজয় দিবসের পবিত্র প্রভাতে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি জাতির সূর্যসন্তানদের স্মরণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে প্রধান উপদেষ্টা নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের অতুলনীয় আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীরদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি উন্নত, মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সম্মিলিত উপস্থিতিতে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণটি হয়ে ওঠে গভীর শ্রদ্ধা, আবেগ ও গৌরবের প্রতীক।
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি নতুন করে মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে আগামীর পথচলায় অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

একটি মন্তব্য পোস্ট করুন