🔴 ব্রেকিং

শিরোনাম

নওগাঁয় নানা আয়োজনে পালিত হচ্ছে মহান বিজয় দিবস


 

হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ—মহান বিজয় দিবস। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় সারাদেশের মতো নওগাঁতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ।


সূর্যোদয়ের সঙ্গে তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিনভর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ। এভাবেই স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ।

এছাড়াও দিবসটি উপলক্ষে নওগাঁ জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, শহরের এটিম মাঠে বিজয় মেলা, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন