🔴 ব্রেকিং

শিরোনাম


১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি নরসিংদী জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা।

 মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। মঙ্গলবার সকালে নরসিংদী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্থান করে নেয় লাল-সবুজের পতাকা। মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরব, ঐক্য ও স্বাধীনতার প্রতীক।

Post a Comment

নবীনতর পূর্বতন