🔴 ব্রেকিং

শিরোনাম

কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান,জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি



কিশোরগঞ্জ প্রতিনিধি:

আগামী ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে বিএনপির চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো.আক্তারুজ্জামান নেতৃত্বে বিশেষ একটি টিম সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করেছেন।


এদিকে ভৈরবের পৌর স্টেডিয়ামে তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকেন্দ্রিক এই জনসভায় স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে প্রস্তুতি নিচ্ছে জেলার হেভিওয়েট নেতৃবৃন্দরা। 


সভাস্থল পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো.শরীফুল আলম। এছাড়াও ওইদিন বিকেলে ভৈরব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো.শরীফুল আলম গণমাধ্যমকে জানান ২১জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছানোর পরের দিন ২২ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় তিনি সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। 

যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, কিশোরগঞ্জের ভৈরবের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।


তিনি আরও বলেন, ভৈরবে তারেক রহমানের আগমন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে ব্যপকভাবে প্রস্তুতি শুরু করেছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা বাহিনীর সিএসএফ কর্মকর্তা মো.আক্তারুজ্জামান বলেন, সিলেটে মাজার জিয়ারত শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রচারণায় ইতোমধ্যে কিশোরগঞ্জের ভৈরবের সম্ভাব্য জনসভার স্থান পরিদর্শন করেছি।

তিনি আরো বলেন ভেন্যুটি আমাদের চেয়ারম্যানের বহরের আসা-যাওয়ার জন্য কতটা উপযোগী, মূলত সেই বিষয়গুলো খতিয়ে দেখতেই আমাদের এই পরিদর্শন।


তারেক রহমানের সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় নেতা-কর্মীদের মতে এই মূহুর্তে তার এই আগমন- আসন্ন নির্বাচনে বিএনপির জয়লাভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দলকে আরো সুসংগঠিত করতে সহায়ক হিসেবে পরিগণিত হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন