🔴 ব্রেকিং

শিরোনাম

বাংলাদেশ কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

পটুয়াখালী প্রতিনিধিঃ 

বাংলাদেশ কেন্দ্রীয় ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি আয়োজিত কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন, সভাটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব ইসরাইল পণ্ডিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় ভোলা থেকে আগত জেলে করিম মিয়া বলেন রাক্ষসী অবৈধ ট্রলিং জাল সাগরের গুড়ি গুড়ি বড় বড় সব মাছ ধরিয়া ফালায়, মোরা হারাদিন জাল বাইয়াও ২০০ টাহার মাছ পাই না, টলিং জালে সাগর এবং নদীর মাছ সব ছেইক্কা খাইছে, মোরা এইরম ধুইক্কা ধুইক্কা মরার চাইতে একলগে বিষ খাওয়াইয়া মাইর্রা ফালান।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি জেলেদের বিভিন্ন দুঃখ দুর্দশা নিয়ে ১৯৮৫ সাল থেকে কাজ করে আসছে। সংগঠনটি ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে স্বর্ণ পায়।

সভায় আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন বর্তমান সভাপতি ইসরাইল হোসেন পন্ডিত, ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল মীর।

Post a Comment

নবীনতর পূর্বতন