🔴 ব্রেকিং

শিরোনাম

মাদক পাচারকালে দুই নারী গ্রেপ্তার, উদ্ধার ৮ কেজি গাঁজা



 ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানাধীন ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সলফা টু ফেরিঘাট সড়কের ফতেহপুর কবরস্থানের পাশের একটি ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,

নাজমা বেগম (৫০), স্বামী মোহাম্মদ আলী ওরফে মামুদ আলী, বাড়ি বাটুলিয়া, সানোড়া ইউনিয়ন, ধামরাই থানা, ঢাকা জেলা এবং

পাপড়ী আক্তার (২২), স্বামী মো. রমজান আলী, বাড়ি চেউরিয়া মণ্ডলপাড়া, কুমারখালী থানা, কুষ্টিয়া জেলা।

পুলিশ তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন