রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই ও অস্বাস্থ্যকর মাংস বিক্রয় প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা রাজবাড়ীতে অসুস্থ পশু জবাইয়ের দায়ে মাংস ধ্বংস ও কসাইখানা সিনগালা ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধা হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাট এলাকার একটি কসাইখানায় অসুস্থ পশুর সন্ধান পাওয়া যায়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারা অনুযায়ী ভেটেরিনারিয়ান কর্তৃক উক্ত কসাইখানার সম্পূর্ণ মাংস ভক্ষণ অযোগ্য ঘোষণা করা হয়। একই আইনের ১৮ ধারা অনুযায়ী ভক্ষণ অযোগ্য ঘোষিত মাংস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট কসাইখানাটি বন্ধ করে দেওয়া হয়।
তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট অপরাধীকে পাওয়া যায়নি বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলায় এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন