🔴 ব্রেকিং

শিরোনাম

চট্টগ্রাম নিউ স্টার ইসলামিক একাডেমি তে নতুন বছরের ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে



‎ চট্টগ্রাম কে বি আমান আলী রোড (বড় মিয়া মসজিদের পূর্ব পাশে) চকবাজার, অবস্থিত

‎ নিউ স্টার ইসলামিক একাডেমি তে আজ ৭ জানুয়ারী রোজ বুধবার নতুন বর্ষের সবক প্রধান অনুষ্ঠান মাওলানা এহসানুল্লাহ সাহেবের সঞ্চালনায় 

‎ অনুষ্ঠিত হয়েছে। 

‎ইসলামী সংগীত পরিবেশন করেছেন।

‎অত্র প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির ছাত্রী

‎তাকিয়া, নাজিয়াত, ও রাফা আক্তার 

‎সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। 

‎অত্র প্রতিষ্ঠানের পরিচালক 

‎মাওলানা মনির বিন হাসান  

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

‎মাওলানা লোকমান হাকিম জীহাদী সাহেব 

‎খতিব আগ্রাবাদ মোল্লা পাড়া জামে মসজিদ।

‎প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন। 

‎মাওলানা ওবায়দুল্লাহ সাহেব,

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎মাওলানা এহসান উল্লাহ 

‎জনাব জাহেদুল ইসলাম স্যার 

‎মাওলানা আব্দুল্লাহ 

‎মাওলানা কলিম উল্লাহ

‎মাওলানা মিনহাজ উদ্দিন 

‎মাওলানা তাজুল ইসলাম 

‎মাওলানা মাহমুদুল হাসান

‎জনাব শাহেদুল ইসলাম 

‎মাওলানা ইউসুফ সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের  সফলতায় সম্মাননা গ্রহণ করছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ ও গণ সহ মান্যগণ্য ব্যক্তিগণ। 

Post a Comment

নবীনতর পূর্বতন