নীলফামারী প্রতিনিধি:
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নীলফামারীর জলঢাকায় দুই চিহ্নিত মাদক ডিলারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) রাতে জলঢাকা পৌরসভার নদীর পাড় ও আমরুলবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রবিউল (৩৪),গোলাম কিবরিয়া কিবু (৪২)। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট।
মাদক বিক্রির নগদ টাকা,একটি সুজুকি ১১০ সিসি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোন সেট। মাদক কেনাবেচার ২টি হিসাবের খাতা।
যৌথ বাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, "আটককৃতরা এলাকায় চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তাদের কাছ থেকে উদ্ধারকৃত হিসাবের খাতা থেকে মাদক লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন