🔴 ব্রেকিং

শিরোনাম

জহির সিকদার হত্যাকাণ্ড: তদন্তে সন্দেহভাজন পরিকল্পনাকারী আটক

 

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের আলোচিত জহির সিকদার হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলার তদন্তে সন্দেহভাজন হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত মো. জাকির সিকদার ওরফে কাদিয়ানী জাকিরকে পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে বরগুনা জেলায় হস্তান্তরের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্য পরিকল্পনা, উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, জহির সিকদার হত্যাকাণ্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত জোরদার করে এবং জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন