নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নওগাঁ জেলার রাজনীতিতে বইছে নির্বাচনী উত্তাপ। সাপাহার, নিয়ামতপুর ও পোরশা—এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ–৪৬ (নওগাঁ–১) সংসদীয় আসনে দিন দিন জোরালো হচ্ছে নির্বাচনী তৎপরতা। পোস্টার-ব্যানার, গণসংযোগ ও পথসভায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নওগাঁ–৪৬ (নওগাঁ–১) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৩৫ হাজার ৩৭৭ জন, মহিলা ভোটার ২ লক্ষ ৩৮ হাজার ৬৮৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। বিপুল সংখ্যক ভোটার থাকায় এই আসনটি রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ গুরুত্ব বহন করছে।
এবার এই আসনে মোট পাঁচজন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আকবর আলী লাঙ্গল প্রতীক ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হক শাহ হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত সময় পার করছেন।
এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়ন—এসব বিষয়ই এবারের নির্বাচনে প্রধান ইস্যু হিসেবে উঠে এসেছে। প্রার্থীরাও নিজ নিজ ইশতেহারে এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিচ্ছেন।
এদিকে, ভোটারদের মধ্যে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশা রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নির্বাচনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানানো হয়েছে।
সব মিলিয়ে নওগাঁ–৪৬ (নওগাঁ–১) সংসদীয় আসনে ভোটের লড়াই ক্রমেই জমে উঠছে। শেষ পর্যন্ত ভোটারদের রায়ে কে হচ্ছেন জনগণের প্রতিনিধি সেদিকেই তাকিয়ে রয়েছে পুরো নির্বাচনী এলাকা।

একটি মন্তব্য পোস্ট করুন