মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ-এর সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দলসমূহের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অতিথিরা বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন