🔴 ব্রেকিং

শিরোনাম

আমি আপনাদের মেয়ে, আপনারা আমাকে ভোট না দিলে আর কে দেবে?



ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমি আপনাদের মেয়ে। আপনারা যদি আমাকে ভোট না দেন, তাহলে আমাকে ভোট দেবে কে?”

সোমবার (২৬ জানুয়ারি) রাতে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ফতেপুর গ্রামে আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় রুমিন ফারহানা বলেন, “আপনারা শুধু এখানেই নয়, পাশের অন্য ইউনিয়নগুলোতেও গিয়ে মানুষকে বলবেন তারা যেন আমাকে ভোট দেয়। আমি কোনো দলের প্রার্থী নই, আমি বুধন্তীর মাটির মেয়ে। ১৯৭৩ সালে আপনারাই আমার বাবাকে নির্বাচিত করেছিলেন, এবার আমাকে নির্বাচিত করবেন।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির মূল শক্তি। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান বলেও উল্লেখ করেন।

পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন