লক্ষ্মীপুর প্রতিনিধি:
রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা নিগার সুলতানা।
অভিযানকালে নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল রাখতে উপস্থিত সকলকে মাননীয় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সহকারী রিটার্নিং অফিসারের সার্বিক তত্ত্বাবধানে কঠোর মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন