গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র-জনতা’-র ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে টঙ্গীর তা'মীরুল মিল্লাত প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়। এতে সাধারণ মুসল্লি ও কয়েক শ ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা ঘুরে এশিয়া পাম্প ফিরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ চলাকালীন বক্তারা শহীদ হাদি হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে তারা যেকোনো ধরনের আধিপত্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
• লাবিব মুয়ান্নাদ (জুলাই আন্দোলনের যোদ্ধা)
• আফিফ হাসান ইয়াকুব (সাবেক ছাত্রনেতা)
• মঈনুল ইসলাম (এজিএস, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ)
• মুর্তুজা হাসান ফুয়াদ
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতীয় জাগরণের এক নতুন পথ তৈরি করেছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, তরুণ প্রজন্মের চারিত্রিক ও সাংস্কৃতিক বিকাশে এই কেন্দ্রটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দিনটি শেষ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন