উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবৈধ পাহাড় কাটার সময় ভয়াবহ ধসে নুরুল আমিন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে হেলাল নামের এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন পাহাড় কাটা কার্যক্রম চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ভোরের অন্ধকারে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে নুরুল আমিন মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়। নিহত নুরুল আমিন মির আহমদের ছেলে এবং পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
উখিয়া থানার সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল করেছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। অবৈধ পাহাড় কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পরিবেশ সংরক্ষণ আইন ও ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, জালিয়াপালং এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পাহাড় কাটা হলেও কার্যকর নজরদারির অভাবে একের পর এক প্রাণহানি ঘটছে। তারা অবিলম্বে অবৈধ পাহাড় কাটা বন্ধ, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন