নালিতাবাড়ীতে অজ্ঞাত একটি ভারী যানবাহনের চাপায় মনোষ হাজং (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোষ হাজং ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টা থেকে ছয়টার মধ্যে মনোষ হাজং নিজ বাড়ি থেকে বের হয়ে সীমান্ত সড়কের দাওধারা উঁচা টিলা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির ভারী যানবাহন তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর পথচারীরা সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো ট্রাক অথবা কাঁকরা গাড়ি (মাহিন্দ্রা ট্রাক্টর) মনোষ হাজংকে চাপা দিয়ে পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে

একটি মন্তব্য পোস্ট করুন