বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার লোহাগাঁও গ্রামের এক হতদরিদ্র রাজমিস্ত্রির পরিবারে ৬ সন্তানের মধ্যে ৫ জনই জন্মগত শারীরিক প্রতিবন্ধী। দারিদ্র্য এতটাই চরম যে কয়েক মাস ধরে তাদের ঘরে মাছ-মাংস জোটেনি। মাংস খেতে না পেয়ে প্রতিবন্ধী ছেলে রাজু টানা সাত দিন ভাত খাওয়া বন্ধ রাখে—যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে।
পরিবারটির করুণ জীবনচিত্র প্রথম প্রকাশ করে দৈনিক সকালের বাণী। পরে বিষয়টি নিয়ে দৈনিক মানবজমিন-এর মাল্টিমিডিয়ায় ভিডিও প্রকাশিত হলে এলাকা জুড়ে মানবিক প্রতিক্রিয়া তৈরি হয়।
সংবাদ প্রকাশের পর সোমবার (১৯ জানুয়ারি) সকালে পরিবারটির বাড়িতে যান বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান। তিনি অসহায় পরিবারটির খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে শুকনা খাবার ও উন্নতমানের কম্বল প্রদান করেন। পাশাপাশি পরিবারটির স্বনির্ভরতার জন্য ছাগল কিনে দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান বলেন,একটি শিশু শুধু মাংসের অভাবে সাত দিন ভাত না খেয়ে থাকে—এটি অত্যন্ত হৃদয়বিদারক। তাই আমরা তাৎক্ষণিক সহায়তা দিয়েছি। নগদ সহায়তার চেয়ে ছাগল দিলে পরিবারটি স্থায়ীভাবে আয় করতে পারবে।
উল্লেখ্য, পাঁচ প্রতিবন্ধী সন্তানসহ পরিবারটিতে মোট সদস্য সংখ্যা আটজন। দীর্ঘদিন ধরে তারা আশ্রয়ন প্রকল্পের একটি ফাটলধরা ঘরে চরম দারিদ্র্য ও খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করে আসছিল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই মানবিক উদ্যোগে পরিবারটির মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

একটি মন্তব্য পোস্ট করুন