রাজবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ একজন আটক করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে রাজবাড়ী সদর উপজেলার বেরাডাঙ্গা এলাকায় সেনাবাহিনী ও রাজবাড়ী সদর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বেরাডাঙ্গা গ্রামের মোঃ খোকন শেখের ছেলে মোঃ সাগর শেখকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে গ্রেফতারকৃতের কাছ থেকে একটি বিদেশে তৈরি পিস্তল (মেইড ইন ইউএসএ), একটি তাজা গুলি, একটি ব্ল্যাংক গুলি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ অবৈধভাবে রাখা হয়েছিল। অভিযানের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন