🔴 ব্রেকিং

শিরোনাম

কুড়িগ্রাম ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারি আটক


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি আটক করেছে পুলিশ । 


পুলিশ জানান গ্রেফতারকৃত ব্যাক্তি ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার গ্রামের মোঃ শাহিন আলম (২৬)। আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকা ফুলবাড়ী থানাধীন ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকায় তার নিজ বসতবাড়ি হতে ৩২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। 


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।


তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন