🔴 ব্রেকিং

শিরোনাম

শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু



 শেরপুর প্রতিনিধি 


নালিতাবাড়ী উপজেলায় বিষপানে আজেদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রুপনারায়ণকুড়া ইউনিয়নের দক্ষিণ কিল্লাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল বারেক মিয়ার স্ত্রী আজেদা বেগম বৃহস্পতিবার সকালে স্বামীর সঙ্গে নিজ বসতঘরে নাস্তা করেন। পরে তার স্বামী জমিতে কাজ করতে চলে যান।

দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আব্দুল বারেকের পুত্রবধূ মহিরন নেছা ঘরের ভেতরে প্রবেশ করে আজেদা বেগমকে বিছানার ওপর অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। 


এ সময় তার মুখ থেকে বিষের দুর্গন্ধ পাওয়া যায়। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে স্বামী আব্দুল বারেক দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ২টার দিকে আজেদা বেগমের মৃত্যু হয়।


ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত আজেদা বেগম দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন। তার ডান হাত ও বাম পা আংশিক অবশ ছিল এবং তিনি লাঠির সাহায্যে চলাফেরা করতেন। তিনি আব্দুল বারেক মিয়ার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর মৃত্যুর প্রায় ৩–৪ বছর পর তিনি আজেদা বেগমকে বিয়ে করেন।


এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সচেতনতা ও মানবিক যত্নই পারে এমন মৃত্যুর ঝুঁকি কমাতে।

Post a Comment

নবীনতর পূর্বতন