ডিগ্রি কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ডিগ্রি (অনার্স) কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে নাজিরপুর ডিগ্রি (অনার্স) কলেজ কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম রতন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ ওয়াহিদ মুরাদ লাবু, সভাপতি, নাজিরপুর ডিগ্রি কলেজ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওয়াহিদ মুরাদ লাবু বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি এ দেশের আপামর মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।” তিনি আরও বলেন, “দেশের গণতান্ত্রিক ধারা রক্ষায় নতুন প্রজন্মকে বেগম খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিতে হবে।”
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ হারুন অর রশিদ, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, নাজিরপুর ডিগ্রি কলেজ; মোঃ জালাল উদ্দিন সরদার, সাবেক সাধারণ সম্পাদক, নাজিরপুর ইউনিয়ন বিএনপি; মোঃ আরিফুল ইসলাম রবিউল, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল এবং মোঃ আবু সামা রান্টু, যুগ্ম আহ্বায়ক নাজিরপুর ইউনিয়ন যুবদল এবং বিদ্যুৎসাহী সদস্য, অত্র কলেজ।
বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক রেজাউল করিম এবং সহকারী অধ্যাপক আবুল হাসান অত্র কলেজ। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এসময় কলেজের শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন