🔴 ব্রেকিং

শিরোনাম

রাজশাহীতে ২৮ বোতল মদ উদ্ধার

 

১০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৪ টা মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চর দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চরের নিকটস্থ আম বাগানে ওৎ পেতে থাকে। দীর্ঘ সময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, একজন মাদককারবারী রাতের ঘন কুয়াশার মধ্য দিয়ে একটি বস্তা মাথায় নিয়ে আম বাগানের দিকে আসছে। বিজিবি’র আভিযানিক দলের নিকট আসার পর বিজিবি কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে বস্তাটি ফেলে দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে বিজিবি কর্তৃক উক্ত বস্তা হতে ভারতীয় মদ-২৮ বোতন (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরণের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে ।

Post a Comment

নবীনতর পূর্বতন