🔴 ব্রেকিং

শিরোনাম

শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে মনোহরগঞ্জে বিক্ষোভ মিছিল, খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি



ভারতীয় আগ্রাসনবিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখ্যপাত্র শরিফ ওসমান হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মনোহরগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


ইনকিলাব মঞ্চ সমর্থক ফোরাম মনোহরগঞ্জ উপজেলার উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি লেখক ও অ্যাক্টিভিস্ট মোস্তাফিজুর রহমান মাসুদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মনোহরগঞ্জ বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।


বিক্ষোভে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মহিনউদ্দীন, ইসলামি ছাত্র শিবির মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মির হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোহরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ শাহাজান শামীম হোসেন, উপজেলা যুবদল নেতা হাসান পাটোয়ারী ও মোঃ শরীফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত অপরাধ। অবিলম্বে খুনীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ধরনের সহিংসতা ও আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান তারা।


বিক্ষোভ মিছিল শেষে নিহতের রুহের মাগফিরাত কামনা ও ন্যায়বিচারের দাবিতে দোয়া পরিচালনা করেন মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলা আব্দুর রহমান আল জাবেরী সাহেব।

Post a Comment

নবীনতর পূর্বতন