🔴 ব্রেকিং

শিরোনাম

গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকান্ড খোলা আকাশের নিচে তিন পরিবার

 
গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকান্ড খোলা আকাশের নিচে তিন পরিবার

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে ৩টি পরিবারের বসতঘর। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার রশিদপুর পুর্বপাড়ায় এঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা প্রদান করেছেন।

অগ্নিকান্ডে ৩ পরিবারের ৭টি ঘর, গবাদী পশু, নগদ টাকা, স্বর্নালংকার, ফসলাদী, ইলেকট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ হালিম রশিদপুর গ্রামের খয়রুদ্দীনের ছেলে আর ওসমান আলী এবং সিদ্দিকুর রহমান একই গ্রামের লোকাই প্রামানিকের ছেলে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিবেশীরা জানান, রাতের শেষভাগে আব্দুল হালিমের একটি ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এসময় ওই বাড়িতে কেউ ছিলো না। মুহুর্তের মধ্যে সে আগুন তাঁর অন্য ঘরে ছড়িয়ে পরে। সেই আগুনের লেলিহান শিখা প্রতিবেশি ওসমান আলী ও তাঁর সহদর সিদ্দিক প্রামানিকের বাড়িতেও ছড়িয়ে পরে সবকিছু ভস্বিভূত করে।

স্থানীয়রা এগিয়ে আসলেও আগুনের তীব্রতায় রক্ষা যায়নি কোন কিছুই। খবর পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৩ পরিবারের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। সব কিছু হারিয়ে তিন পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ক্ষতিগ্রস্থ ওসমান আলী বলেন, গভীর রাতে প্রতিবেশীর ঘর থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তের মধ্যে তার ৩ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়েছে। পাশে দাঁড়াতে তিনি প্রশাসন ও বৃত্তবানদের সহযোগীতা কামনা করেন।

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আতাউর রহমান বলেন,খবর পেয়ে একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত এতে ৫ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

সকালে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানাতে নাটোর-৪ আসনের বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী আব্দুল আজিজ ঘটনাস্থনে ছুটে যান। এসময় তিনি দলীয় নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্থ ৩ পরিবারকে মানবিক সহায়তা প্রদানের আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন,ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র,শুকনা খাবার,ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে

Post a Comment

নবীনতর পূর্বতন