আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরন ও ধানের শীষের ভোট প্রার্থনা কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার (১৪ডিসেম্বর) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ি পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ বিনয় আলী ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নেছার আলী এর নেতৃত্বে নারানগাইয়া, তালুকদার পাড়া ও কলেজ এলাকায় ৩১ দফার সমর্থনে এ লিফলেট বিতরন ও ধানের শীষের ভোট প্রার্থনা করা হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” প্রচার ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এই প্রচারনায় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, যুগ্ন-সম্পাদক আবু তাহের,
যুগ্ন-সম্পাদক সাইদুল ইসলাম, মহল্লা কমিটির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম।
এসময় সংগঠনটি নেতাকর্মীরা ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন ওয়াদুদ ভূইয়ার উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

0 coment rios: