খাগড়াছড়ি প্রতিনিধিঃ
জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার মাটিরাঙ্গাস্থ নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে ৯ টার দিকে এই দোয়া অনুষ্ঠিত হয় ।
দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি আসন হতে দলটির মনোনীত এমপি প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী।
সভায় শরীফ ওসমান হাদির মৃত্যুকে শহীদের মৃত্যু মন্তব্য করে বক্তারা ইনসাফের আদর্শিক রাজনীতি ও শহীদি তামান্না হৃদয়ে লালন করার আহবান জানান।
হাদীর মতো মানুষের আবির্ভাব শতবছরে একজনেরই হয় উল্লেখ করে বক্তারা বলেছেন, হাদীর জীবনাদর্শ বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের আন্দোলনকে আরো উজ্জীবিত করবে। খেলাফত মজলিসের সকল নেতাকর্মীদেরকে ওসমান হাদীর মতো ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ ও মুল্যবোধে বলিয়ান হওয়ার আহবান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ খেলামত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন