ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হাসনাত জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলার একটি ইটভাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। ফুলবাড়ীয়া থানা পুলিশ পরে তাকে গ্রেপ্তার দেখায়।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে আবুল হাসনাত জনিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

0 coment rios: