মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
এরপর উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফাহমিদা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শফিকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বিশেষ সম্মান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি ও থানার ওসি কুচকাওয়াজের মাঠ পরিদর্শন করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো হয়। কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেম, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে উন্নত বাংলাদেশ গড়তে হবে।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। পরে সুধীজনদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে গুরুদাসপুরজুড়ে বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে জনপদ।

একটি মন্তব্য পোস্ট করুন